Last Updated: Tuesday, January 28, 2014, 18:30
টেট দুর্নীতি কাণ্ডে দিনভর দফায় দফায় বিক্ষোভ সল্টলেক প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে। বিক্ষোভ দেখাল এসএফআই, ডিওয়াইএফআই সহ ১২টি বাম ছাত্র যুব সংগঠন। অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা । তাঁদের অভিযোগ, শিক্ষামন্ত্রী তাঁর পদে থাকলে এই কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। পর্ষদ অফিসের সামনে আলাদা করে বিক্ষোভ দেখান ডিএসও সমর্থকেরা। পরে সল্টলেক করুণাময়ীতে পথঅবরোধ করেন আন্দোলনকারীরা।