Last Updated: Friday, May 10, 2013, 16:02
দেবদাস বললেই এখনও দর্শকদের চোখে ভেসে ওঠে চন্দ্রমুখীর মুজরো। সবুজ লেহঙ্গা চোলিতে মাধুরীর মুজরো মার ডালা ঝড় তুলেছিল বহু হৃদয়ে। সেই মুজরো নিয়েই মাধুরী আবার ফিরছেন ঢেড় ইশকিয়ায়। পরিচালক অভিষেক চৌবের ছবিতে আপনে করার মে গানের সঙ্গে মুজরো করতে দেখা যাবে তাঁকে। গানটির কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ।