Last Updated: Friday, November 16, 2012, 14:59
দ্বিতীয় দিনের শেষে
ভারত- ৫২১/৮ (ডিক্লেয়র)
ইংল্যান্ড- ৮১/৩
পূজারা দ্বিশতরান করলেন। এককথায় বলা যায়, শূণ্যস্থান পূরণ করলেন। ব্যাটিং অর্ডারের তৃতীয় স্থানটি গত ১২-১৩ বছর ধরে যে ব্যক্তি একাই সামলে আসছিলেন, আজ তাঁর অনুপস্থিতিতে পূজারা প্রমাণ করলেন তিনিও পারেন। তাঁর ধৈর্য, পিচ কামড়ে পড়ে থাকার মানসিকতা আর কখনও কখনও অফ স্ট্যাম্পের বলকে দ্রাবিড়ের স্টাইলে স্কোয়ার কাট, সবই পূরণ হয়ে গেল আজ।