Last Updated: Saturday, December 10, 2011, 16:46
এএমআরআই হাসপাতালের ধৃত ৭ জনের মধ্যে ৬ জন কর্ণধারকে ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। কোর্টে হাসপাতালের ৬ কর্ণধার আর এস গোয়েঙ্কা, এস কে তোদি, প্রশান্ত গোয়েঙ্কা, রবি তোদি, মণীশ গোয়েঙ্কা এবং ডি এন আগরওয়ালকে পেশ করা হয়। অপর ধৃত কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় তাঁকে আদালতে পেশ করা যায়নি।