Last Updated: Saturday, August 11, 2012, 18:41
উত্তর আমেরিকার এক পথ দূর্ঘটনায় মারা গেলেন হায়াদরাবাদের পাঁচ তথ্যপ্রযুক্তি কর্মী। ওকলাহোমার হাইওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয় একটি শেভ্রোলে ক্যারামো গাড়ির। পুলিশ জানিয়েছে দূর্ঘটনার পরই গাড়িটিতে আগুন ধরে যায়।