Last Updated: Thursday, January 9, 2014, 18:40
দিল্লি বিধানসভার পর এবার কি লোকসভা ভোটেও সবাইকে টেক্কা দিতে পারবে আম আদমি পার্টি? জাতীয় রাজনীতিতে এই মুহুর্তে সবচেয়ে বেশি আলোচনা-বিতর্ক এই প্রশ্নেই। সমীক্ষার ফল বলছে, বেশিরভাগ মানুষ চাইছেন, ভোটে লড়ুক আপ। অনেকেরই প্রধানমন্ত্রী পদে পছন্দের প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এক্ষেত্রে এক নম্বর জায়গা এখনও নরেন্দ্র মোদীর দখলে। তবে কেজরিওয়ালের বাড়তে থাকা জনপ্রিয়তা কংগ্রেস-বিজেপি দুদলেরই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আত্মপ্রকাশেই বাজিমাত। দিল্লি বিধানসভায় আম আদমি পার্টির ঝাড়ুর ধাক্কায় বেসামাল কংগ্রেস, বিজেপি। এবার জাতীয় রাজনীতিতেও বড়সড় ধাক্কা দেওয়ার প্রস্তুতি আপ শিবিরে। আসন্ন লোকসভা ভোটে আপ-এর ফল কি হবে তা নিয়ে ইতিমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে।