Last Updated: Tuesday, November 13, 2012, 21:49
কলকাতা পুলিসকে আরও অস্বস্তির মধ্যে ফেলে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইবাজরা। চিনার পার্কের ছিনতাইয়ের ঘটনার রেশ না কাটতেই সোমবার গভীর
রাতে কসবার কাটাপুকুরে কালীপুজোর মণ্ডপের সামনেই হানা দিল দুষ্কৃতীরা। মণ্ডপের সামনে দাঁড়িয়ে থাকা দুই ব্যবসায়ী প্রদীপ চক্রবর্তী এবং সঞ্জীব দত্তের ওপর চড়াও হয়
তারা। ছিনিয়ে নেয় নগদ টাকা এবং দুটি সোনার চেন। দুষ্কৃতীদের চপারের আঘাতে আহত দুই ব্যবসায়ীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার রাত তিনটের সময় কসবা
কাটাপুকুর সর্বজনীন কালীপুজো মন্ডপের সামনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন গাড়ি ব্যবসায়ী সঞ্জীব দত্ত।