Last Updated: Sunday, July 14, 2013, 12:34
সস্তায় সুন্দর তকমাটা কলকাতার কাছ থেকে কেড়ে নিল রাতের কলকাতা। দেশের আটটি মেট্রোপলিসের মধ্যে রাতের টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে সবথেকে দামী কলকাতা। কলকাতার বুকে ঘুরতে এসে দু`জনের একরাত কাটাতে খরচ হবে ১০,১১৫টাকা। অন্যদিকে, নরেন্দ্র মোদীর আহমেদাবাদ আটটি শহরের মধ্যে সবথেকে সস্তা। রাতের আহমেদাবাদে দু`জনের খরচ ৬,৪০৬টাকা। একটি জনপ্রিয় ট্রাভেল পোর্টালের করা সাম্প্রতিক সমীক্ষাতে এই তথ্য উঠে এসেছে।