Last Updated: Sunday, February 9, 2014, 11:59
পরিণীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা `হাসি তো ফাসি` (`Hasee Toh Phasee` ) বেশ ভালই ব্যবসা করছে। বিনি মাথুর পরিচালিত এই সিনেমা মুক্তির দু দিনের মধ্যে প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। সবচেয়ে বড় কথা মুক্তি পাওয়ার পর দিন লোক হলে বেশী ভিড় করছে। তার মানে দাঁড়ায় প্রচারের থেকেও সিনেমা ভাল হওয়ায় লোকের ভিড় বাড়ছে। আজ রবিবার এই সিনেমা কেমন ব্যবসা করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।