Last Updated: Sunday, April 13, 2014, 22:23
ভোটের প্রচার তুঙ্গে। ভোটারদের মন পেতে ঝাঁপিয়ে পড়েছে ডান-বাম সব পক্ষই । বাড়ি বাড়ি গিয়ে নিবিড় প্রচার, মিছিল, রোড শো, ফেস্টুন-পোস্টার, দেওয়াল লিখন, ফেসবুকে ওয়াল-বিবিধ প্রচারে খামতি রাখতে চাইছে না কোনও দলই। ভোট প্রার্থীদের মত এবার প্রচারে নির্বাচন কমিশনও।