Last Updated: Saturday, November 12, 2011, 16:47
ইডেনের মালি থেকে কর্তা, সবার একটাই আর্জি। ইতিহাসের নন্দনকাননে যেন হয় সচিনের অনন্য ঐতিহাসিক কীর্তি। স্বাভাবিকভাবেই ব্যাতিক্রম ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের বিরুদ্ধে সচিনকে এই কীর্তি গড়তে দিতে নারাজ ক্যারিবিয়ান ক্রিকেটে এইমূহুর্তে সেরা পেসার ফিডেল এডওয়ার্ডস।