Last Updated: Thursday, May 22, 2014, 20:59
সারদার পাশাপাশি রোজভ্যালি গোষ্ঠীর বিরুদ্ধেও অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়ম বর্হিভূতভাবে বাজার থেকে আমানত সংগ্রহ করার অভিযোগে রোজভ্যালি গোষ্ঠীর বিরুদ্ধে মামলা শুরু করেছে ইডি। আজ বারাসত, বাগুইআটি এবং সল্টলেক সেক্টর ফাইভে রোজভ্যালি গোষ্ঠীর তিনটি অফিসে হানা দেন ইডির তদন্তকারীরা। বারাসতের কাজিপাড়ায় রোজভ্যালির একটি গেস্টহাউসেও অভিযান চলে। ইতিমধ্যে উদ্ধার হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। দুপুর থেকে একইসঙ্গে তিনটি অফিসে তল্লাসি অভিযান শুরু হয়েছে।