Last Updated: Saturday, April 14, 2012, 16:42
দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার চণ্ডীপুরে উদ্ধার হল একটি পেঁচা। শনিবার সকালে একটি গাছের নীচে পেঁচাটিকে দেখতে পান গ্রামের মানুষজন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসে। এরপর বন দফতরের কর্মীরা পেঁচাটিকে চিন্তামণি কর পাখিরালয়ে নিয়ে যান।