Last Updated: Wednesday, February 26, 2014, 21:32
বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসানো হল সিসিটিভি। প্যানেলে নাম থাকা সকলের চাকরির দাবিতে অফিসের সামনে চলে অনশন। এই আন্দোলনে মাওবাদীরা মদত দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন এসএসসি-র সহসচিব অমিতেশ বিশ্বাস। প্রশ্ন উঠছে, সে জন্যই কি কমিশনের অফিসে সিসিটিভি বসানো হল?