Last Updated: Monday, September 2, 2013, 20:54
মুক্তির প্রথম সপ্তাহান্তে সত্যগ্রহ-র ঝুলিতে এল ৩৯.১২ কোটি টাকা। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া প্রকাশ ঝা-র সবকটি ছবির মধ্যে প্রথম সপ্তাহান্তে সবথেকে বেশি রোজগার করেছে সত্যগ্রহ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানালেন, শুক্রবার সত্যগ্রহর ঝুলিতে এসেছে ১১.২১ কোটি, শনিবার ১৩.০৮ কোটি ও রবিবার ১৪.৮৩ কোটি।