Last Updated: Thursday, March 21, 2013, 21:27
তিন বছরে কোটিপতি। এমনটাই অভিযোগ শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে। নিছকই একজন কাউন্সিলর। কিন্তু যে এলাকার কাউন্সিলর, সেই এলাকা আক্ষরিক অর্থেই সোনার খনি। একদিকে ই এম বাইপাসের সিলভার স্প্রিং প্রজেক্ট ( SILVER SPRING PROJECT)। একদিকে দিগন্ত বিস্তৃত ধাপার মাঠ। একের পর এক ভেড়ি। কোনোটা নামে, কোনেটা বেনামে বিক্রির অভিযোগ রয়েছে শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে। ঠিক কোন পন্থায় কোটি টাকার পাহাড়ে বসলেন শম্ভুনাথ কাউ, তারই কিছু বিশদ তথ্য উঠে এসেছে ২৪ ঘণ্টার হাতে।