Last Updated: Monday, July 1, 2013, 20:37
রাফায়েল নাদাল, মারিয়া শারাপোভা, রজার ফেডেরারের পর এবার সেরেনা উইলিয়ামস। উইম্বলডন থেকে বিদায় নিলেন আরও এক মহাতারকা। প্রতিযোগিতার দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই সেরেনার হার এবারের উইম্বলডনের মূল আকর্ষণ কেড়ে নিল। সোমবার অল ইংল্যান্ড কোর্টে তৃতীয় রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামসকে হারালেন সাবিনা লিসিকি। গতবারের চ্যাম্পিয়ন সেরেনা এদিন হারলেন ২-৬, ৬-১, ৪-৬।