Last Updated: Tuesday, October 15, 2013, 22:43
পুজোর ছুটির পরেই লাগাতার আন্দোলন কর্মসূচি নিচ্ছে বামেরা। মূল্যবৃদ্ধি, সন্ত্রাসের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে এই আন্দোলন কর্মসূচি নেওয়া হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ জানিয়েছেন, কলকাতা ও নয়াদিল্লিতে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন। লোকসভা নির্বাচনের আগে আগামী বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশও করবে বামেরা।