Last Updated: Tuesday, June 24, 2014, 20:10
হাওড়ায় হোটেল মালিকের মৃত্যুর ঘটনায় বিতর্ক বাড়াল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মন্তব্য। তৃণমূল কাউন্সিলর দেবেশ সাহার দাবি, তৃণমূল কর্মীদের হুমকির জেরে হৃদরোগে আক্রান্ত হননি হোটেল মালিক। তাঁর দাবি , নিজের মেয়ের সঙ্গে গাড়িচালকের বিয়ে নিয়ে দীর্ঘদিন অশান্তিতে ভুগছিলেন সুমিত নাহা। সেই অশান্তিই তার হৃদরোগে মৃত্যুর কারণ। শাসকদলকে আড়াল করতেই কাউন্সিলরের এই ব্যাখ্যা, প্রতিক্রিয়া ক্ষুব্ধ পরিবারের।হাওড়ার ব্রিজ লজের মালির সুমিত নাহা খুনের ঘটনায় স্থানীয় দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন মৃত হোটেল মালিকের পরিবার।