Last Updated: Tuesday, April 1, 2014, 19:28
ভোট নিয়ে আলোচনা,বিতর্কে চায়ের কাপে তুফান উঠেছে। ভোটবিতর্কে সরগরম অলিগলি, চায়ের দোকান, পাড়ার আড্ডা। প্রার্থীদের নানা রঙের প্রচারে জমছে ভোটের তরজা। এর মধ্যেই অন্য ধরনের প্রচার দেখল জয়নগর। জয়নগরের বাসন্তীতে এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডলের ভোটপ্রচার চলল নিঃশব্দে। একদল মূকাভিনয় শিল্পী প্রচার করছেন। মানুষও ভিড় জমাচ্ছেন এই নিঃশব্দ প্রচার দেখতে।